Breaking News

বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ২০২২ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম স্থানে রয়েছেন। রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও প্রভাবকে গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয়কে ও কর্পোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে। মূলত বিদ্যমান অবস্থার সঙ্গে যারা লড়াই করছে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।
শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।

ফোর্বসের দাবি, শেখ হাসিনা মনে করছেন এটাই তার শেষ মেয়াদ। তিনি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন।
প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তাছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ ভোটারদের দমনের বিষয়টি অস্বীকার করেছেন।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

11 comments

  1. Khorshed Alam Bachu

    ভুয়া খবর

  2. মাফিয়া নারী

  3. নিরিহ অসহায় নিরস্ত্র জনতা উনার প্রভাবে দিশেহারা। ছোট একটা গরীব দেশে এতো প্রভাবশালী মানুষ শাসন করবে এটা মানায় না।

  4. Jahangir Hussain Ali

    “বিরোধী মত দমনে প্রভাবশালী”- এভাবে লিখলে বেটার
    হতো।

  5. Manush voye ase.

  6. সন্ত্রাসী হলেই প্রভাবশালী বলে মনে করে বাকশালীরা।
    আর সভ্য মানুষ হলে বাকশালীরা মনে করে দুর্বল মানুষ।
    এই হলো তাদের চিন্তা ধারা।

  7. শেমলি বাংলাদেশ

    সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা কে শুভেচ্ছা রইলো

  8. Nom. Bar. 1.char.koni.gum..kari..HASINAR AWLIK

  9. Door khanker poola amar baler news koroc

  10. কুখ্যাত

  11. বিশ্বে খুনি নারী হিসেবে পরিচিত
    জঙ্গি