Breaking News

বিএনপি-জামায়াত মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু, তারা অগ্নিসন্ত্রাসী: তথ্য মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতির নামে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যাকারীদের রাজনীতি থেকে বিদায় করা এবং অগ্নিসন্ত্রাসীদের সঙ্গে তাদের হুকুমদাতাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানোই আজ দেশের মানুষের এক দফা দাবি।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’সংগঠন আয়োজিত ‘বিএনপি-জামায়াত কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, মানুষ পোড়ানো, অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে মানববন্ধন’ শীর্ষক পোড়া মানুষের আহাজারিপূর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জীবন্ত দগ্ধ হয়ে মৃতদের স্বজনদের অসহনীয় জীবনের জন্য দায়ী বিএনপি-জামায়াতের নেতারা। বেগম খালেদা জিয়া-তারেক রহমানের নির্দেশে এবং ফখরুল-রিজভী-আব্বাস-খন্দকার মোশাররফ সাহেব যারা বড়গলায় কথা বলেন, তাদের পরিচালনায় ও অর্থায়নে দেশে অগ্নিসন্ত্রাস করা হয়েছে।

অগ্নিসন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, পাঁচ শতাধিক নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, পঞ্চাশ জনের বেশি পরিবহন চালক-শ্রমিককে হত্যা করা হয়েছে, তিন হাজারের বেশি মানুষকে অগ্নিদগ্ধ করা হয়েছে, সাড়ে তিন হাজার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বাসে-ট্রেনে-লঞ্চে আগুন দেওয়া হয়েছে। তাদের এ প্রতিহিংসার আগুন থেকে পশুপাখি-গাছপালাও রক্ষা পায়নি। বিএনপি-জামায়াত তাই মানুষের শত্রু, পশুপাখির শত্রু, প্রকৃতির শত্রু, তারা অগ্নিসন্ত্রাসী, তারা মানবাধিকার লঙ্ঘনকারী।

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তারা আজ মানবাধিকারের কথা বলে অথচ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া এবং আজকের মির্জা ফখরুল সাহেবরাই বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটিয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রক্তের ওপর পাড়া দিয়ে ক্ষমতা দখল করেছিলো এবং সেই ক্ষমতায় টিকে থাকতে শতশত সেনা অফিসার ও জওয়ানকে হত্যা করেছে, আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আর খালেদা জিয়া, তারেক রহমান অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার লিপ্সায় হাজার হাজার মানুষকে আগুনে পুড়িয়ে হতাহত করেছে। এসবই আমরা বিশ্ব অঙ্গনে নিয়ে যাবো।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

9 comments

  1. তারা মুরগির গায়ে বোমা মেরেছে,😃

  2. আর কত ডামা

  3. বুঝলামনা, কাক্কু এত রাগান্বিত কেন? তার রাগে তো বুঝা যায়, হতাশা থেকে রাগটা নিয়ন্ত্রণহীন। তো এই রাগটা রাজনৈতিক নাকি মেডামের সঙ্গে বনিবনা হচ্ছেনা।

  4. পাগলের প্রলাপ

  5. M Sumon Islam Sumon

    আপনাদের নিজের বউয়ের কাছে গেলেও
    পুলিশ লাগে হাইরে ক্ষমতা

  6. কারা করে জনগন জানে বয়ে বলতে পারে না সময় হলে বুযবেন

  7. বেইমান আর মুনাফিককে আললাহ তালা মাফ করিবেন না এবং জনগণ ভাল করে জানে কারা এই সব জুলুম করিতেছে সময় আসলে পালাবার সুজুগ পাবেন না

  8. Hasan mahmud aponi abong aponer dol awamileague manush ke valo bahey dorshon koree. Bangladesh ke valo bahey taka pachar korey. Police o chatro league shontrash valo manush hoye khun gum koree. Abong awamileague atho valo manush Thai ghoru tekey jotho mahlukath ache shob e churi korey. Er nam hocche awamileague valo manush.

  9. Monu borta sino borta, manush jodi tumake ekbar hater kase paye, tahole tumi borta hoiya jaiba.