প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোট চুরি, ভোট কারচুপি- এই কালচার কে দিয়েছে? জিয়াউর রহমান। হ্যাঁ-না ভোট দিয়ে জনগণের ভোট ছিনিয়ে নিয়েছেন। ‘না’র ব্যালট পাওয়া যায়নি। সব ‘হ্যাঁ’ ভোটই ছিলো।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ভোট চুরি করলে মানুষ ছেড়ে দেয় না এটা খালেদা জিয়ার মনে থাকা উচিত। আমাদের অপবাদ দেওয়া হয়- ভোট চুরির। আমরা ভোট চুরি করতে যাবো কেন? জনগণ স্বতঃফূর্তভাবে আমাদের ভোট দেয়।
তিনি বলেন, অনেক জ্ঞানীগুণী মানুষও জিয়ার সঙ্গে হাত মিলিয়ে কথা বলেছিলেন। এখনো অনেকে আছেন খালেদা জিয়া-তারেক জিয়ার সঙ্গে। মানিলন্ডারিং, অস্ত্রকারবারি ও ২১ আগস্টে গ্রেনেড হামলার আসামি তারেক। খালেদা এতিমের টাকার আত্মসাতের মামলার আসামি। এই অপরাধীদের সঙ্গে এখন অনেক জ্ঞানীগুণীও গণতন্ত্রের কথা বলেন। তারা বুদ্ধিজীবী না, তারা বুদ্ধিপ্রতিবন্ধীজীবী।
বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার পেটুয়াবাহিনী সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করে দেয়। ঢাবিতে রাতের অন্ধকারে ভিসিকে সরিয়ে নতুন আরেকজনকে বসিয়ে ভিসির পদটাও দখল করে নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষকসহ বহু নেতাকর্মী হত্যা করে। তাদের অত্যাচারে বাংলাদেশ ছিল নির্যাতিত। শুধু ক্ষমতায় থাকলেই না, ক্ষমতার বাইরে থেকেও অগ্নিসন্ত্রাসের কথা সবার জানা। ২০১৩-১৪ সালে প্রায় তিন হাজার মানুষকে দগ্ধ করেছে তারা। বাস, লঞ্চ ও রেল কোনো কিছুই তাদের হাত থেকে রক্ষা পায়নি।
তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগকে শিক্ষা দিতে ছাত্রদলই যথেষ্ট। এর প্রতিবাদে আমি ছাত্রলীগের হাতে বই-খাতা কলম তুলে দিয়েছিলাম। বলেছিলাম- শিক্ষা শুধু নিজেরাই গ্রহণ করবে না, গ্রামে গিয়ে নিরক্ষর মানুষকে শিক্ষা দেবে। তারা সেটিই করেছি।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুধুই ক্ষমতা ধরে রাখতে।
শুধুই ক্ষমতা ধরে রাখতে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারও প্রস্ন যদি নিরপেক্ষ নির্বাচন করার ইচ্ছে থাকতো তাহলে কেনো রাতে নির্বাচন করলেন ?
দেশের লোকাল গভর্মেন্টের যতোগুলো নির্বাচন করেছেন সেগুলোতেই বা ভোটার বিহীন নির্বাচন করছিলেন ? তখন তো আর বিরোধী দল ছিলো না।
এরই নাম অভ্যাস।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারও প্রস্ন যদি নিরপেক্ষ নির্বাচন করার ইচ্ছে থাকতো তাহলে কেনো রাতে নির্বাচন করলেন ?
দেশের লোকাল গভর্মেন্টের যতোগুলো নির্বাচন করেছেন সেগুলোতেই বা ভোটার বিহীন নির্বাচন করছিলেন ? তখন তো আর বিরোধী দল ছিলো না।
এরই নাম অভ্যাস।
মানুষের লজ্জা থাকতো তাহলে জন গনের সামনে
এমন কথা বলতে পারতো না
মানুষের লজ্জা থাকতো তাহলে জন গনের সামনে
এমন কথা বলতে পারতো না
কারণ রাষ্ট্রেীয় শক্তি আমার হাতে 🤪
কারণ রাষ্ট্রেীয় শক্তি আমার হাতে 🤪
না না চুরি করেন নাই, কিন্তু দিনের ভোট রাতে করছেন,জনগনের ভোট দিতে আর হয় নাই
না না চুরি করেন নাই, কিন্তু দিনের ভোট রাতে করছেন,জনগনের ভোট দিতে আর হয় নাই
ক্ষমতা চাই ক্ষমতা শুধু ক্ষমতা
ক্ষমতা চাই ক্ষমতা শুধু ক্ষমতা
আপনারা ভোট চুরি করেন নাই ভোট ডাকাতি করেন
আপনারা ভোট চুরি করেন নাই ভোট ডাকাতি করেন
ক্ষমতায় থাকার জন্য
ক্ষমতায় থাকার জন্য
গত নির্বাচনে দেশে ছিলাম, অনেক আশা ছিলো প্রথম ভারের মত ভোট দিবো। কিন্তু ভোট কেন্দ্রে কেউ যেতেই পারেনি। তো মেডাম কেন ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেনি? কারা সেইদিন বাদা দিলো আপনি জানেন না?
গত নির্বাচনে দেশে ছিলাম, অনেক আশা ছিলো প্রথম ভারের মত ভোট দিবো। কিন্তু ভোট কেন্দ্রে কেউ যেতেই পারেনি। তো মেডাম কেন ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেনি? কারা সেইদিন বাদা দিলো আপনি জানেন না?
2014 সালে154 আসন বিনাভোটে 2018সালে রাতের আঁধারে।এবার জবাব দিবে জনগণ
2014 সালে154 আসন বিনাভোটে 2018সালে রাতের আঁধারে।এবার জবাব দিবে জনগণ
কেন বুবু আপনি জানেন না, কিজন্য আপনি ভোট চুরি করতে যাবেন। কারণ ক্ষমতায় তো আপনাকেই থাকতে হবে এই জন্যই তো নাকি?……..
কেন বুবু আপনি জানেন না, কিজন্য আপনি ভোট চুরি করতে যাবেন। কারণ ক্ষমতায় তো আপনাকেই থাকতে হবে এই জন্যই তো নাকি?……..
একদম সহজ কথা আপনি জেলে না যাওয়ার জন্য
একদম সহজ কথা আপনি জেলে না যাওয়ার জন্য
তাইতো! যেটার প্রয়োজনই নাই সেটা চুরি করবেন কেনো?
তাইতো! যেটার প্রয়োজনই নাই সেটা চুরি করবেন কেনো?
ঠিকই ত,,সবার চোখের সামনে জোর করে নেই।
ঠিকই ত,,সবার চোখের সামনে জোর করে নেই।
ভোট চরি না করলে এখন ক্ষমতায় আছেন কেমনে?
ভোট চরি না করলে এখন ক্ষমতায় আছেন কেমনে?
এই প্রশ্ন অন্যকে জিজ্ঞাসা না করে নিজেকে করলেই জবাব পেয়ে যাবেন।
এই প্রশ্ন অন্যকে জিজ্ঞাসা না করে নিজেকে করলেই জবাব পেয়ে যাবেন।
প্রশ্ন তো জনগনের আপনার নিকট, কেন আপনারা ভোট চুরি করে ক্ষমতায় থাকেন … আর সাধারণ জনগন তার নায্য অধিকার থেকে বন্চিত এটা জাতি হিসেবে আসলেই বড় লজ্জার কথা !
প্রশ্ন তো জনগনের আপনার নিকট, কেন আপনারা ভোট চুরি করে ক্ষমতায় থাকেন … আর সাধারণ জনগন তার নায্য অধিকার থেকে বন্চিত এটা জাতি হিসেবে আসলেই বড় লজ্জার কথা !
মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই ভোট চোর।
ভোট চোরের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছেন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই ভোট চোর।
ভোট চোরের নেতৃত্ব দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছেন।
মহান আল্লাহর দরবারে দোয়া করি মহান আল্লাহ পাক আপনি সমস্ত অপকৌশল কারীদেরকে ধ্বংস করুন অন্যথায় দেশকে কোরআন ও আকিদার সাহিত্য দেশ পরিচালনার কাজে সবাইকে নিয়োজিত করার তৌফিক দান করুন সৎ ও নিষ্ঠাবান মানুষ কে স্বয়ং পদে বসিয়ে দেশ পরিচালনার কাজে নিয়োজিত করুন দেশের সমস্ত দুষ্কৃতকারীদেরকে হেদায়েত দান করুন আমীন
মহান আল্লাহর দরবারে দোয়া করি মহান আল্লাহ পাক আপনি সমস্ত অপকৌশল কারীদেরকে ধ্বংস করুন অন্যথায় দেশকে কোরআন ও আকিদার সাহিত্য দেশ পরিচালনার কাজে সবাইকে নিয়োজিত করার তৌফিক দান করুন সৎ ও নিষ্ঠাবান মানুষ কে স্বয়ং পদে বসিয়ে দেশ পরিচালনার কাজে নিয়োজিত করুন দেশের সমস্ত দুষ্কৃতকারীদেরকে হেদায়েত দান করুন আমীন
ভোট চুরির জন্য হেতিরে একটা নোবেল পরিস্কার দেওয়া দরকার।
ভোট চুরির জন্য হেতিরে একটা নোবেল পরিস্কার দেওয়া দরকার।
সারা বাংলাদেশের মানুষ সাক্ষি
এই সরকার মানুষকে ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে।
সারা বাংলাদেশের মানুষ সাক্ষি
এই সরকার মানুষকে ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে।
গত নির্বাচনে তো তাহাজ্জুদের সময় কারা যেনো ভোট চুরি করেছিলো!!!
গত নির্বাচনে তো তাহাজ্জুদের সময় কারা যেনো ভোট চুরি করেছিলো!!!
কম্বল চোরের মেয়ে, ব্যাংক ডাকাতের বোন বলেই তাহাজ্জুদের সময় ভোটচোরি করেছেন, তাহাজ্জুদের সময় হেফাজতের শতশত নিরিহ মাদ্রাসার ছাত্রদের হত্যা করে খমতায় টিকে আছেন। আলেম বিদ্বেষী বলেই হাজারও আলেমকে অপবাদ দিয় কারাগারে রেখেছেন। বিশ্ব বেহায়ার মতই মিডিয়ায় মিথ্যাচার করছেন,,মুসলিম জাতিকে কলঙ্কিত করেছেন মুজিব কন্যা হাসিনা।
কম্বল চোরের মেয়ে, ব্যাংক ডাকাতের বোন বলেই তাহাজ্জুদের সময় ভোটচোরি করেছেন, তাহাজ্জুদের সময় হেফাজতের শতশত নিরিহ মাদ্রাসার ছাত্রদের হত্যা করে খমতায় টিকে আছেন। আলেম বিদ্বেষী বলেই হাজারও আলেমকে অপবাদ দিয় কারাগারে রেখেছেন। বিশ্ব বেহায়ার মতই মিডিয়ায় মিথ্যাচার করছেন,,মুসলিম জাতিকে কলঙ্কিত করেছেন মুজিব কন্যা হাসিনা।
এইসব কথা শুনলে হাসবো না কাদবো বুযতে পারিনা
এইসব কথা শুনলে হাসবো না কাদবো বুযতে পারিনা
চুরি করতে যাব কেন, ভোট ডাকাতি করব! আওয়ামী লীগ কী কাউকে ভয় পায় নাকি?
চুরি করতে যাব কেন, ভোট ডাকাতি করব! আওয়ামী লীগ কী কাউকে ভয় পায় নাকি?