পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীজুড়ে চলছে পুলিশের বিশেষ অভিযান। আজ রাত ৯টার পর থেকে শুরু হয় এ বিশেষ অভিযান।
বনানী কাকলী এলাকায় জঙ্গি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী সন্দেহে পুলিশের ব্লকরেইড চলছে। আটক বা উদ্ধারের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাজধানীর সব কটি থানা পুলিশ সক্রিয় রয়েছে। একই দিন রাত ১০টার পর মতিঝিল দৈনিক বাংলা মোড়ে হোটেল রহমানীয়াতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ।
মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। এ বিষয়ে পরে জানানো হবে।
জানা গেছে, দৈনিক বাংলার মোড়সংলগ্ন এ বহুতল ভবনের উপরতলায় রয়েছে বার এবং আবাসিক হোটেল। সেখানে আইনশৃঙ্খলা ব্যত্যয় ঘটতে পারে কোনো ব্যক্তি বা অপরাধী আছে কি-না তা মূলত নিশ্চিত হতে পুলিশের এ অভিযান।