Breaking News

ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাককে সভাপতি ও নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দলের ঢাকা জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিএনপির ঢাকা জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের প্যাডে এ কমিটি ঘোষণার বিষয়ে জানা যায়।

কমিটিতে সিনিয়ির সহসভাপতির পদ পেয়েছেন খদকার শাহ মাইনুল হাসান বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পেয়েছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এর আগে খন্দকার আবু আশফাক ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নিপুন রায় চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা পুকুর পাড় গ্রামে আবু আশফাকের বাড়িতে ঢাকা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *