লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৫ বছর পর ৪ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালেবকে সভাপতি ও কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি মাসুদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এতে জোবায়ের হোসেনকে সহ-সভাপতি ও মাজহারুল ইয়াছিনকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
দলীয় সুত্র জানায়, চলতি বছর ৩১ জুলাই কেন্দ্রীয় কমিটি সাইফুল ইসলাম রকিকে সভাপতি ও শাহাদাত হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটির অনুমোদন দেন। দীর্ঘ সময় ধরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তাই দীর্ঘ ৫ বছর পর নতুন জেলা ছাত্রলীগ চন্দ্রগঞ্জ কমিটির অনুমোদন দেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, দীর্ঘ সময় ধরে এ ইউনিটের কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। সামনে নির্বাচন আসতেছে। তাই সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হয়েছে।