Breaking News

বিদিশা এরশাদের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের একটি আদালতে বিদিশা এরশাদ ওরফে বিদিশা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ১ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের আদালতে মামলাটি করেন ‘বিদিশা ফাউন্ডেশনের’ মহাসচিব ও মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী রুবাইয়েত হাসান সায়েম।
সোমবার (৭ নভেম্বর) মামলার বিষয়ে জানাজানি হলে এ নিয়ে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার বিষয়ে বাদী অ্যাডভোকেট সায়েম জানান, মামলা করেছি। পরে প্রেস ব্রিফিং করে পুরো বিষয়টি গণমাধ্যমকে জানাবো
আদালত সূত্র জানায়, বিদিশার বিরুদ্ধে হুমকি-ধমকি ও প্রাণনাশের অভিযোগে এ মামালা করেন। পরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানার ওসিকে সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। মামলার শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ ডিসেম্বর।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, বিদিশা সিদ্দিকী নামে একজনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছিলো। মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *