Breaking News

‘গ্রামে বাড়ির চেয়ে এখন স্কুল সুন্দর’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, স্কুলগুলোয় আগের মতো ভাঙা টিনের ঘর নেই। গ্রামের বাড়ির চেয়ে এখন স্কুল সুন্দর। বাউন্ডারি গেটসহ ওয়াল হয়েছে। লাল, নীল রং করা হয়েছে। সুন্দর স্কুলগুলো এখন শিক্ষার্থী দিয়ে পরিপূর্ণ করতে পারলেই আমরা সার্থক হবো।

রোববার (৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এ দেশ বঙ্গবন্ধুর, তিনি আমাদের জাতির পিতা। তিনিই আমাদের দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন। নদী ভাঙলে আমরা কষ্ট পাই, রাস্তাঘাট না থাকলেও কষ্ট পাই, এটাই আওয়ামী লীগ।

তিনি বলেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কাপড়ের অভাব নেই। কমিউনিটি ক্লিনিক আপনাদের দরজায়। এখানে আপনারা স্বাস্থ্যসেবা পান। এখন মোবাইলে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। পোশাকের জন্য এক হাজার করে টাকা দিয়েছি। স্কুলে বিস্কুট দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নানজুসহ আরও অনেকে।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *