Breaking News

গায়ে অকটেন ঢেলে আগুন দেওয়া শান্ত কে বাঁচানো গেল না

নারায়ণগঞ্জে নিজের শরীরে অকটেন ঢেলে আগুন দেওয়া শান্ত (২৫) নামের সেই যুবক মারা গেছেন। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না।

রবিবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে বলে তার স্বজনরা জানিয়েছেন।নিহত শান্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্বজনরা জানান, রবিবার বিকালে শান্ত বাড়িতে বাবা-মার সঙ্গে অভিমান করে নিজের গায়ে অকটেন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় মা সুফিয়া বেগম তাকে বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরে তিনিও দগ্ধ হন।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় শান্ত ও তার মাকে উদ্ধার করে ঢাকায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শান্তর মৃত্যু হয়।

সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, মৃত্যুর খবরটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Check Also

আ.লীগ নেতার মারধরে ছাত্রলীগ নেতা হাসপাতালে 

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি অনুসারীদের নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *