‘আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।’
আজ বৃহস্পতিবার মিন্টো রোডে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিন।
তদন্ত নিয়ে অসন্তুষ্টি জানিয়ে কাজী নূর উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেরা অভাব–অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। তিনি বলেন, ঘটনার দিন বুয়েটের উদ্দেশ্যে বের হওয়ার আগে সে চুল কাটিয়েছিল এবং শেভ করেছিল। আত্মহত্যার আগে কি কেউ চুল কাটায়, শেভ করে?
ফারদিনের মরদেহের দুটি ছবি দেখিয়ে কাজী নূর উদ্দিন বলেন, ‘আমি ফারদিনের লাশ দেখেছি, তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল।’
কাজী নূর উদ্দিন আরও বলেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার জন্যই শুরু থেকে নানা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বিভ্রান্ত করা হয়েছে।
উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করে বলছি, আপনারা আমার সঙ্গে সুলতানা কামাল ব্রিজে চলেন। আমি ব্রিজ থেকে লাফ দেব। সেখান থেকে পড়লে কতটা আঘাত লাগে, আপনারা দেখবেন।’
Allar kace. Icar din
😭
একমাত্র আল্লাহ ভরশা,
প্রশাসন জড়িত।
100% true 👍
ভাংলাদ্যাশে বিচার নাইরে কাকা,,,, 🤐🤐🤐
Right
বিচার চাই
একমত
প্রশাসন এর দুর্বলতা আছে
আর সহ্য করতে পারছি না। কি জঘন্য মিথ্যাচার। একটা মানুষ আত্মহত্যা করে নিজে নিজেই হাত পা বেঁধে,বস্তার ভেতর ঢুকে নদীতে ঝাঁপ দিয়েছে, এই গল্প কেউ কোনো দিন শুনেছে? এরা কি মানুষ না অন্য কিছু ? কে বা কাদের বাঁচাতে এই জঘন্য পৈশাচিক নাটক? আল্লাহ সবকিছু দেখছেন।
ফারদিন পরিবার বিচার পাইলো না
সেটা দেশবাসী জানে, বিচার আল্লাহর কাছে
বিচার চাই বিচার চাই বললেই তো আর হয়নি বাংলাদেশের একজন মেধাবী ছাত্র কিভাবে আত্মহত্যা করে কিভাবে তারা বলে এ লজ্জা রাকিব কোথায় বিচারভা যাইবো কোথায় এই দুনিয়ায় থেকে বিচার চলে গেছে প্রিয় বাবা ফারদিনের জন্য দোয়া করুন যারাই নাটক সাজিয়েছে কাল কেয়ামতের মাঠে তাদেরকে বিচারের কাঠগডা দাঁড়াতে হবে আমাদের তো করনি কিছুই নেই আমরা খালি তার আত্মার মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমীন ভাষা হারিয়ে ফেলেছি আর বলার কিছু নেই সান্ত্বনা ছাড়া আর কিছুই দিতে পারব না প্রিয় বাবা দোয়া করি আপনি ভালো থাকেন
কুচক্রী হত্যাকারী মহল এটাকে আত্মহত্যা বলে প্রচার করছে….
বিচার পাওয়া যাবে না, তবুও আশায় থাকব।
নিশ্চয়ই আল্লাহ বিচার করবেন
এটা বাংলাদেশ
অসহায়ত্ব
ডিবির হারুন সাব ঠিক ই জানে কি ঘটনা। প্রকাশ করলে তাঁর ও খবর আসে।
Suicide korte,eto rat e,eto dure jete hobe?
Sir, you and your son born in a wrong country at a wrong time.
Definitely your son, Fardin is in haeven now. Forget Justice for him in this world.
আমি একটা জিনিস বুঝিনা, মানুষ কি করে এতো অন্যায় করে, আমরা সবাই জানি মৃত্যুর স্বাদ একদিন সবাইকেই গ্রহন করতে হবে, আমি জাহান্নাম শ্বাস্তির কথা বাদই দিলাম, একবার চিন্তা করে দেখেন আপনি কবরে শুয়ে আছেন এমন অবস্থায় মহান আল্লাহ তায়ালা আপনার দেহে রুহ ফিরিয়ে দিলেন , আপনি জিন্দা কিন্তু আপনার কিচ্ছু করার নেই, কতক্ষন থাকতে পারবেন
বাপ সঠিক কথা বলেছে। পুলিশ মিথ্যা বলেছে টাকা খেয়ে।
অসহায় বাবা মা উনাদের মনে কত কষ্ট তা একমাত্র আল্লাহ জানেন।কত কষ্ট করে একটা ছেলে কে এই পরযায়ে নিয়ে আসতে বাবা মায়ের কত টুকু ত্যাগ সীকার করা লাগে শুধু সন্তানের ভবি্শ্যত ভাল হবে এই আশা বুকে নিয়ে।সেই সন্তান কে যদি এইভাবে হত্যা করা হয় এবং খুনীদের কে বাঁচানোর জন্য এই রকম নাটক সাজাই আল্লাহ যেন এই সব মানুষ দের কঠিন শাস্তি দেন দুনিয়া তে এ আখেরাতে।আল্লাহ সবই দেখছেন ইনশাল্লাহ উনি সঠিক বিচার করবেন ।আবরার হত্যাকানড দেখেছি সিনহা হত্যাকানড দেখেছি সবই এক সুতরে গাথা ।
আওয়ামী এমন এক জাতীরে ভাই // তাদের কাছে সব সম্ভব।।
আমি, তার সঠিক বিচার চাই
অবশ্যই
Eta government gotiyese, shagor runir hottar moto.
এর বিচার হবে ইনশাআল্লাহ কিছু দিন আগে না হয় কিছু দিন পরে,বিচার এদের হবেই
রাইট
Abrar er gotonar moto cctv futej nai tai…….
ঠিক
Father knows his beloved son more than anybody in this world. POLICE should be more careful about conclusion.
আমার মনে হয় ১০০% সত্যি কথা বলেছেন