রাজধানীর পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতির মাদক সেবনের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া এক তরুণীর সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাকে।
অভিযুক্ত আরিফুর রহমান শিশির ভূঁইয়া কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি। বৃহস্পতিবার আরিফুর রহমান শিশিরকে সভাপতি ও সাহাদাত হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
কমিটি ঘোষণার পরই ছাত্রলীগ নেতা শিশিরের মাদক সেবনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ নেতা শিশিরের মাদক সেবনের একাধিক ভিডিও যুগান্তরের হাতেও এসেছে।
ভিডিওতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে জলসা বসিয়ে দুজন সহযোগীকে নিয়ে মাদক সেবন করছেন ছাত্রলীগ নেতা শিশির। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, এক তরুণীর সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় খোশগল্পে মশগুল ছাত্রলীগ নেতা শিশির।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজে ভর্তি নিয়েও জালিয়াতির আশ্রয় নেন এই ছাত্রলীগ নেতা। তথ্য গোপন করে তিনি দুই জায়গায় ভর্তি হন। স্নাতক (পাশ) প্রাইভেট ও মাস্টার্স শেষ পর্বে দ্বৈত ভর্তির কারণে তার ছাত্রত্ব বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি বছর জুন মাসে এ সংক্রান্ত একটি চিঠিও কলেজে প্রেরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শিশির বলেন, ফেসবুকে যেসব ছবি ও ভিডিও ছাড়া হয়েছে সেগুলো আমার না। এগুলো এডিট করা।
ভর্তি বাতিলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা সঠিক; তবে আমি এ নিয়ে আদালতে মামলা করেছি। মামলা চলমান।
জয় বাংলা
জয় বাংলা
জয় বাংলা
জয় বাংলা
ঐ গুন হল আসল গুন। ঐ গুন না থাকলে ঐ দলে নেতা হওয়া যাবেনা।
ঐ গুন হল আসল গুন। ঐ গুন না থাকলে ঐ দলে নেতা হওয়া যাবেনা।