ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মাহফুজুর রহমান শাহেদও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার গভীর রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ৭ নভেম্বর বিকেলে সদর উপজেলার বোরহান ও শাহেদ আলী মোটরসাইকেলে শহরে আসছিলেন। এক পর্যায়ে ট্রাফিক পুলিশ তাদেরকে থামার সংকেত দেয়। তারা এ বার্তা অমান্য করে চলে আসেন। তখন ট্রাফিক পুলিশ তাদেরকে পেছন থেকে ধাওয়া করে।
পরে ঢাকা-সিলেট মহাসড়কের জুগিডর এলাকায় পৌঁছালে তাদের সাইকেল একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে বোরহানের মৃত্যু হয়। পরে গুরুত্বর আহত শাহেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার গভীর রাতে সেখানে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান ঢাকা টাইমসকে বলেন, দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের কোনো দায় থাকলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।