রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকায় রাতের অন্ধকারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি লং আর্ম এক্সকেভেটর পুড়িয়ে দিয়েছে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত তিন ব্যক্তি। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এই যন্ত্রটির দাম প্রায় চার কোটি টাকা বলে জানা গেছে। রবিবার (৬ নভেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে।সিটি করপোরেশন কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতার এই ঘটনায় তারা রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা দাখিল করার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনার বিষয়ে উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বলেন, আশপাশের অন্তত ৩০টি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে জানা যায়, গতকাল (রবিবার দিনগত রাত) রাত ১২টার দিকে দুটি মোটরসাইকেলে তিন জন ব্যক্তি আশিয়ান সিটির ভেতর দিয়ে খিলক্ষেত বড়ুয়া নামাপাড়ায় গাড়িটির কাছে যায়। তারা পাথর খোয়া দিয়ে আঘাত করে গাড়ির কাচ ভেঙে পেট্রোল দিয়ে ভেতরের অংশ পুড়িয়ে দেয়। ঘটনাস্থলের পাশে একটি কারখানা আছে। সেখান থেকে লোকজন এসে বড় পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভায়।
তিনি জানান, কাওলা নামাপাড়া ব্রিজের নিচের খালের ময়লা সরাতে ও পানি প্রবাহ নিশ্চিত করতে এই যন্ত্রটি আনা হয়। এটি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছিল। এই ব্রিজের নিচ দিয়ে আমাদের ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ নম্বর ওয়ার্ডের পানি নামে। তিনি আরও জানিয়েছেন, ঘটনার পর উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণখান থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় এক্সকেভেটরের মেশিনের পুরো ইলেকট্রনিক সিস্টেম, পুরো কন্ট্রোল অংশ অকেজো হয়ে গেছে। অনেক দামি ডিভাইস ছিল এর মধ্যে। দাম হবে তিন কোটি ৭০ লাখ টাকার ওপরে।
তিনি আরও জানান, খাল খনন ও পরিষ্কারের যন্ত্রটি গত ২৬ অক্টোবর থেকে কাওলার নামাপাড়া এলাকায় কাজ করছিল। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর আমরা মামলা করবো। আমরা এখন ক্ষয়ক্ষতি নির্ধারণ করছি।