Breaking News

বিয়েবাড়ির গানে অতিষ্ঠ, প্রতিবেশীর ছোড়া ঢিলে প্রাণ গেলো বরের চাচির

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়েবাড়িতে সাউন্ড বক্সে গান বাজানোয় ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীর ছোড়া ঢিলের আঘাতে আনেছা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোহাগি ইউনিয়নের জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটনা।

নিহত আনেছা খাতুন ওই এলাকার মৃত ওয়াহেদ আলীর স্ত্রী। তিনি ছেলের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। বিয়েতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাছিনুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত হোসেন আলী চৌকিদারের ছেলে মুসা মিয়া (২৩) বিয়ে করে কনে নিয়ে আসেন বাড়িতে। রাতে পরিবারের লোকজন সাউন্ড বক্সে গান বাজান। উচ্চস্বরের এই গানের আওয়াজে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে বেশ কয়েকবার ভলিউম কমানোর জন্য বলেন। কিন্তু বিয়েবাড়ির লোকজন তাদের কথা শোনেননি। রাত ১১টার দিকে হঠাৎ ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

এ সময় বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন বর মুসার চাচি আনেছা খাতুন। হঠাৎ একটি ইটের টুকরা আনেছার মাথায় লাগে। এতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শেখ মোস্তাছিনুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *