Breaking News

ড্রামে ভেসে এসেছেন বরিশালে বিএনপির নেতাকর্মীরা

বরিশালে সব ধরনের যাত্রীবাহী যানবাহন বন্ধ থাকায় বিভিন্ন পন্থায় বিএনপির সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। কেউ নৌকা, আবার কেউ ড্রামে ভেসে বরিশালে এসেছেন।শনিবার দুপুর পৌনে ৩টায় ড্রামের ওপর ভেসে নেতাকর্মীরা বরিশাল খেয়াঘাটে পৌঁছান। সেখান থেকে সমাবেশস্থলে আসেন তারা।

মো. রনি নামে বিএনপির এক কর্মী বলেন, সবকিছু বন্ধ করা হয়েছে; যাতে সমাবেশস্থলে আসতে না পারি। তাই ড্রামের ওপর ভেসে বরিশালে এসেছি। সমাবেশ সফল করতেই হবে আমাদের।

শাওন নামে আরেকজন বলেন, গণতন্ত্র মুক্ত করার আন্দোলনে কোনো ছাড় নয়। একজনকে কীর্তণখোলা নদী সাঁতরে আসতে দেখেছি। আমরা কোনো উপায় না পেয়ে ড্রামের ওপর ভাসতে ভাসতে আসছি সাতজন। খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন চলবে।

এদিকে সমাবেশ শুরু হওয়ার পরও অনেক নেতাকর্মী নদী পথে সমাবেশস্থলে এসেছেন বিভিন্ন উপায়ে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *