Breaking News

গরু চুরির মামলায় পদ হারালেন সেই ছাত্রলীগ নেত্রী

গরু চুরির মামলায় গ্রেপ্তার নেত্রীকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দলের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করা হয়।

ভোরে গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় সাভারের নয়াবাড়ি এলাকার নিজ বাসা থেকে ধামরাই থানা পুলিশ গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা বাবলী আক্তারকে।

বৃহস্পতিবার তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, কেউ যদি অপকর্ম করে সংগঠন তার দায় নেবে না। সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *