নারায়ণগঞ্জে ৮ম শ্রেণির ছাত্রের স্কুলব্যাগ থেকে কনডম উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ নভেম্বর) ফতুল্লা পঞ্চবটির সিটি কর্পোরেশন অ্যাডভেঞ্চার পার্কে জেলা প্রশাসনের অভিযানে পাঁচ স্কুলছাত্রকে আটক করা হয়। ওই সময় দেখা যায়, তারা স্কুল ফাঁকি দিয়ে পার্কে ঘোরাফেরা করছে। ওই সময় ভ্রাম্যমাণ আদালতের সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করা হয়।
তখন দেখা যায়, তারা স্কুলের ইউনিফর্ম ব্যাগে রেখে দিয়ে টি শার্ট পরে নিয়েছে যাতে তারা স্কুল ছাত্র সেটা না বোঝা যায়। ওই সময় একজনের ব্যাগে ৫টি কনডম পাওয়া যায়। পরে তাদের আটক করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। আটক সবাই কিশোর হওয়ায় তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, গোপনসূত্রে অবগত হয়ে তারা এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, স্কুলপড়ুয়া কোনো বাচ্চা স্কুল চলাকালে পার্কে আসতে পারবে না। আটক বাচ্চারা স্কুল ড্রেস ব্যাগে লুকিয়ে পার্কে প্রবেশ করে। তাদের স্কুলব্যাগ চেক করে কনডম পাওয়া যায়। পরে তাদের শিক্ষক ও অভিভাবকদের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।