Breaking News

হলে যান না প্রাধ্যক্ষ, মৃত্যুসংবাদ টাঙিয়ে দিলেন ছাত্ররা

গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে উদ্যোগী নন এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষের নামে ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’ সাঁটানো হয়েছিল৷ এবার হলের বন্ধ দোকান, খাবারের মান বৃদ্ধি করা, মশার উৎপাত, লিফট বিড়ম্বনাসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে কথা বলার পরেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় মৃত ঘোষণা করে শোক সংবাদ বিজ্ঞপ্তি ছাপানো হয়েছে।

আজ মঙ্গলবার হলে গিয়ে সরেজমিনে দেখা যায়, হলের দেয়ালে দেয়ালে প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করে ছবিসহ বিজ্ঞপ্তি সাঁটিয়েছেন হলের শিক্ষার্থীদের একাংশ। তাতে প্রাধ্যক্ষের ছবি দিয়ে লেখা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সম্মানিত প্রভোস্ট জনাব মকবুল হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ…)।

‘তার অকাল প্রয়াণে মাস্টারদা’ সূর্যসেন হল পরিবার অত্যন্ত শোকাহত। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকান্তে : মাস্টারদা সূর্যসেন হল পরিবার। ’
হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা বলেন, আমাদের হলে বিদ্যমান অনেক সমস্যা রয়েছে, যেগুলো হল প্রাধ্যক্ষের নজরে আনার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। তাই সাধারণ শিক্ষার্থীদের কিছু অংশ বিক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন।

ছাত্রলীগ সূত্র জানায়, স্যার একাডেমিক কাজে হলে কম আসে একটু। তবে যারা এটি করেছে এটা মোটেও ঠিক হয়নি।

এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া বলেন, যে শিক্ষার্থীরা এ কাজ করেছে, আমরা তাদের খুঁজছি। কেন তারা এ কাজ করল! আমি নিয়মিত হল পরিদর্শন করি। হলের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া ‘নিখোঁজ’ এমন একটি বিজ্ঞপ্তি ছেয়ে গিয়েছিল সারা ক্যাম্পাস।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *