Breaking News

মদ খেয়ে বিদ্যালয়ে এসে ৭ম শ্রেণির শিক্ষার্থীর মারামারি

বরগুনার তালতলী লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির শিক্ষার্থী কাইয়ূম রহমানকে শিক্ষাপ্রতিষ্ঠানে মদ্যপানের পর মারামারি করার অপরাধে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে কাইয়ূম মদ্যপান করে বিদ্যালয়ে এসে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে থাপ্পড় দেয়। বিষয়টি ওই শিক্ষার্থী বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে প্রধান শিক্ষক গোলাম হায়দারের নির্দেশে কাইয়ূমকে ধরে লাইব্রেরিতে আনা হয়। এ সময় তাম মুখ থেকে চোলাই মদের গন্ধ পেয়ে তার অভিবাবককে খবর দেওয়া হয়।

পরে শিক্ষকরা মদ্যপান ও মারামারি করার অভিযোগে তাকে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হায়দার বলেন, মদ্যপান করে এসে শিক্ষাপ্রতিষ্ঠানে মারামারি করার অপরাধে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *