ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।নিহত ফিরোজ আলম (৪৭) রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি উপজেলার চিংড়াখালী গ্রামের প্রয়াত শফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। অভিযুক্ত ছোট ভাই রুহুল আমিন এক হত্যা মামলায় সম্প্রতি সাজা ভোগ করে বাড়িতে এসে বড় ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন।
নিহতের স্ত্রী রানী বেগম বলেন, গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে হত্যার দায়ে সাজা ভোগ করে কয়েক মাস আগে জেল থেকে বের হয় রুহুল আমিন। এর পর থেকে বাড়িতে বসবাস নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
শুক্রবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার সময় রুহুল ধারালো দা দিয়ে আমার স্বামীর মাথায় কোপ দেয়। রক্ষা করতে গিয়ে আমিও হামলার শিকার হই। গুরুতর আহত অবস্থায় স্বামী ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।