Breaking News

পাঁচ বিষয়ে পরীক্ষা দেয়ার পর জানা গেল মানবিকের প্রবেশপত্র

বিজ্ঞান বিভাগের ছাত্র শিপন আলী। তবুও মানবিক বিভাগের প্রবেশপত্র নিয়ে এরই মধ্যে পাঁচটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন করেছে সে। কিন্তু এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, পরীক্ষা নিয়ন্ত্রক, অভিভাবক কেউ টের পায়নি। হঠাৎ পদার্থবিজ্ঞান পরীক্ষার আগের রাতে (গত শুক্রবার) এ বিষয়ে টের পায় ওই পরীক্ষার্থী। টের পেয়ে দুশ্চিন্তায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

এরপর বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকদের জানালে শিক্ষকরা মানবিক বিষয়ে পরীক্ষার জন্য পরামর্শ দেন। এতে আরও ভেঙে পড়ে ওই শিক্ষার্থী। পরে দিশেহারা হয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে কল দেয়। ইউএনওর চেষ্টায় শনিবার (২৪ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী।

ওই পরীক্ষার্থী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জে এন মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে পৌরসভার মো. শাহিন মণ্ডলের ছেলে।

এ বিষয়ে পরীক্ষার্থী শিপন বলে, ‘পাঁচটি পরীক্ষা হয়ে গেলেও বুঝতে পারিনি। স্যাররাও টের পাননি। গত শুক্রবার রাতে টের পেয়ে স্কুলের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের জানাই। শিক্ষকরা মানবিক বিভাগেই পরীক্ষা দেয়ার কথা জানান। পরে ইউএনও স্যারকে কল দিয়েছিলাম। স্যার আমার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। আমি খুব খুশি। সংশোধিত প্রবেশপত্র এখনো পাইনি।’

জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকছেদ আলী বলেন, ‘শিপন স্কুলে অনিয়মিত উপস্থিত হতো। বিষয়টি আগে জানায়নি, আমরাও টের পাইনি। টেকনিক্যাল ভুলে এমন হতে পারে। ওকে নিয়ে বোর্ডে যাওয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ বলেন, ‘হঠাৎ জানতে পেরেছি বিজ্ঞানের ছাত্র মানবিকে পরীক্ষা দিচ্ছে। সংশোধনের জন্য প্রধান শিক্ষক কাজ করছেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে শিপন কান্নাজড়িত কণ্ঠে তার সমস্যার কথা জানায়। আমি তাকে টেনশন না করে পরীক্ষার প্রস্তুতি নেয়ার কথা বলি। পরে শিক্ষা অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্যারের মাধ্যমে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করি।’

তিনি আরও বলেন, ‘শিপন আজ পদার্থবিজ্ঞান পরীক্ষা দিয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। এসএসসি ছাত্রজীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। একটি ভালো কাজ করতে পেরে খুব আনন্দিত আমি।’

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *