Breaking News

ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার সোনতলায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সুজনকে লালমনিরহাটের কালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার বেলা ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান।

গ্রেফতারকৃত সুজন সোনাতলার উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং সুজনের মা সোনাতলা সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই এক গৃহবধূকে সুজন জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে সুজন ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়। দীর্ঘদিন যাবত ভয়ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে আসছিল সুজন বলেও ওই গৃহবধূ জানিয়েছেন। এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বগুড়া জেলার সোনাতলা থানায় গত ৯ আগষ্ট মামলা দায়ের করে এবং বগুড়া ক্যাম্পে এসেও একটি অভিযোগ দেন ওই গৃহবধূ।

অভিযোগের পর র‌্যাব-১২ বগুড়া অভিযুক্ত সুজনকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *