Breaking News

চৌগাছায় জুয়া খেলার সময় ৭ জন আটক

যশোরের চৌগাছায় জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করে।

চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান মিজান জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে শহরের ইজিবাইক স্ট্যান্ডে অভিযান চালিয়ে মগরেব আলীর চায়ের দোকানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার রোস্তমপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মিন্টু (৩৬), টেঙ্গরপুর গ্রামের মৃত সাফিউল্লাহর ছেলে রবিউল ইসলাম (৪৮), শহরের বাগপাড়ার টুপু উদ্দীনের ছেলে শরিফ ( ৩০), কারিগর পাড়ার আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন (৩৪), লস্করপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে হাসান (৩৫), মনমতপুর গ্রামের নুর হোসেনের ছেলে চা দোকানদার মগরেব আলী (৩২), একই গ্রামের মোয়াজ সর্দারের ছেলে মিন্টু (৩৫), মনছুর আলীর ছেলে সামউল ইসলাম (৩০)।

চৌগাছা থানার সেন্ডে অফিসার এসআই বিপ্লব রায় আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জুয়া আইনে মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *