করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট আলী আশরাফ খান। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার (২ জুন) সকালে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এক্সিকিউটিভ মেম্বার ক্যাপ্টেন সাজ্জাদুল হক। এর আগে গত বুধবার আশরাফ খানের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত।
ক্যাপ্টেন সাজ্জাদুল হক বলেন, আলী আশরাফ করোনাসংক্রমিত ছাড়াও ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মঙ্গলবার রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আশরাফ। তিনি বাপার সাবেক সভাপতি ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (বাপা) শোক প্রকাশ করেছে।