করোনা সংকটের শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই দুঃসময়ে পশ্চিমবঙ্গের রাজপুর আর সোনারপুরের দুই শতাধিক মুসলিম পরিবারের কাছে ইফতার সামগ্রী পাঠিয়েছেন তিনি। কোলকাতা ২৪, এই সময়, আজকাল
এসময় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। সামাজিক দূরত্ব মেনে রমজান মাস পার করার অনুরোধ জানান। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথাও শোনেন। ইফতার সামগ্রী ও সাংসদ-অভিনেত্রীর সঙ্গে কথা বলে খুশি এলাকাবাসী।
করোনার সংক্রমণ রোধে শুরু থেকেই মিমি চক্রবর্তী নানাভাবে মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন একজন দায়িত্বশীল সাংসদ হিসেবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি।