Breaking News

দিনাজপুরে ধানক্ষেত থেকে উদ্ধার করা নবজাতকের দায়িত্ব নিলেন ইউএনও

কোন দাবিদার না থাকায় পরম মমতায় ওই নবজাতকের নিজের কোলে তুলে নেন ইউএনও নাজমুন নাহার। গতকাল বিকেল সাড়ে ৫ টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদম গ্রামের দক্ষিণ পাশের কালভার্টের পাশে ধানক্ষেত থেকে সার্জিক্যাল তুলা দিয়ে মোড়ানো ১ দিন বয়সের ওই কন্যা শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। শিশুটির বিষয়ে কেউ কোনও তথ্য দিতে না পারায় তার দায়িত্ব নিয়েছেন নবাবগঞ্জ উপজেলা ওই নির্বাহী কর্মকর্তা।

ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য হারুন উর রশিদ গণমাধ্যমকে জানান, কবিরুল ইসলাম নামের এক যুবক কালভার্টের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনে ধানক্ষেতে গিয়ে ওই নবজাতককে দেখতে  পেয়ে সেখান তাকে উদ্ধার করে ইউপি সদস্য হারুন উর রশিদ কাছে নিয়ে আসেন। হারুন উর রশিদ তখন বিষয়টি ইউএনও  নাজমুন নাহারকে অবহিত করেন।

নাজমুন নাহার গণমাধ্যমকে জানান, তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর নবজাতককে নিজের কাছে নিয়ে আসেন। বৈধ অভিভাবক না পাওয়া গেলে তিনি মায়ের দায়িত্ব নিয়ে নবজাতক কন্যাটিকে নিজের সন্তান হিসেবে গড়ে তুলবেন।

Check Also

কন্যার ছিন্নভিন্ন দেহ কুড়াচ্ছিলেন মা

অনেক সাধনা। দীর্ঘ প্রতীক্ষা। সংসার পাতার আট বছর পর গিয়াস-রাবেয়া দম্পতির ঘরে জ্যোতি ছড়ায় রায়সা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *