বিএনপির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশের ছত্রছায়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে তিনি এই হুমকি দেন।
তিনি বলেন, তথ্য প্রমাণ নিয়ে আসুক না হলে মামলা করব। অ্যাপ্রোপিয়েট এভিডেন্স নিয়ে আসুক, যদি প্রমাণ করতে না পারে তাহলে আমরা মামলা করব। এই ধরনের বাজে অভিযোগ কী করে তারা আনতে পারে?
রোববার (১৮ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবাই জানে ১০ ডিসেম্বর কী হয়েছিল। রেজাল্ট অসহনীয়। ডিসেম্বর মিশন তাদের ফেল। এখন তারা বেপরোয়া হয়ে উঠছে। বেপরোয়া হয়ে তারা এখন আবোলতাবোল বকছে। আওয়ামী লীগের কর্মী বিএনপির অফিসে কেন যাবে? প্রয়োজয়নটা কী? গায়ে পড়ে ঝগড়া বাঁধাতে চায়। তথ্য প্রমাণ নিয়ে আসুক।
ওবায়দুল কাদের বলেন, ভারতের জনসংখ্যা ১৩০ কোটি। সেখানে সব চেয়ে বড় পার্টি বিজেপি ও কংগ্রেস। কারোই এক্সিকিউটিভ কমিটি ৪০ এর উপরে নয়। বিজেপি ৩১। এক্সিকিউটিভ কমিটির একটা ভাবগাম্ভীর্য থাকে। বিএনপির মতো জাম্বুজেড বানালে হবে না। ৫০০ এখন মুখে। তাদের ভেতরে আরও বেশি। মিটিং করতে লা মেরিডিয়ান লাগে। দিস ইজ নট পলিসি।
আওয়ামী লীগের সম্মেলনের জন্য বিএনপির গণমিছিলের তারিখ পেছানো প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তাদের সুবোধের উদয়ের জন্য ধন্যবাদ।
Mamla to hajar hajar.R Koto.
Kauwa kaku
For what reason.
আওয়ামী লীগ মানে মামলাবাজ
গত ১৪ বাছর কিছু করতে পারলিনা এখন বিদায় বেলায় কি মামলা করবিরে……পেতি কাউয়া??? কা কা
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়
আর কত মামলা করবা
কিল্লাই কাগু হেতেরা কিচ্ছে?
মামলা হামলা কোনোটাই কাজে আসবে না কাক্কু।
১৪ বসরেও মামলা সেষ হয়নাই
আপনারা ঐ কামে পাক্কা, দোয়া করি আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন
আওয়ামী লীগ হলো মামলা বাজ এটা আবার নতুন কিছু না কি?
আর কতো মামলা
বিএনপি এখন মামলারে পানতা ভাত মনে করে ভয় দেখাইয়া লাভ নাই।
Hodi Hodi bastid jotamari Satan AWLIK char. Koni. Dorsin
Likra
পাগল,ছাগল, মাথা,মোটা, একটা কথাও সুন্দর ভাবে বলতে পারে না, দলটা নষ্টের জন্য দায়ী তুই!
Nice korbe
বিএনপির বিরুদ্ধে এক লক্ষ মামলা ৪০ লক্ষ আসামি বিএনপিকে আর মামলার ভয় দেখিয়ে লাভ নাই
হাস্যকর
কাঠালি খাও
Bnp ki or pachay angul diche?
🦝
এছাড়া আর কি করবা চাচা তারাতাড়ি করো
জিতার লাইন একটাই,করলেই পাস, ঐটাই ভরসা কাকু
কাউয়া
১৩ বছর মামলা করে বিএনপিকে দমানো যায়নি আর ভবিষ্যতে ও হবেনা।
শুধু মামলা নয়, রায় ও লিখে দিতে পারবেন,যেমন ইতিপূর্বে করেছেন।
দুর্নীতি দমন মামলা দায় করা হবে
আর কত মামলা করে আপনারা শান্তি পাবেন বলেন?????
ফখরুল আব্বাস রা যদি মামলা দিতে পারে
আর কইতে পারবে না,
ওবাইদুল কাদেররা মামলা করবে এটাকি নতুন কিছু নাকি। গত 14 বছরে সারা পৃথিবীর সবগুলো দেশ মিলে যতো মামলা হয়েছে, আওয়ামীলীগ 1 বছরে তার থেকে 10 গুন বেশি মামলা করে বি এন পির বিরুদ্ধে।
তোরা বিএনপির বিরুদ্ধে মামলা করতে করতে দ্রব্যমূল্যের সাথে কাগজের দামও বাড়িয়ে দিলে ।