Breaking News

“সরকার ৩৩ হাজার পুলিশ-আনসার ঢাকায় এনেছে”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেছেন, ‘সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতে দিকে নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে।’

শুক্রবার তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুরছেন।’

এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন তার হুমকির পর ছাত্রলীগ-যুবলীগ তাণ্ডব চালাচ্ছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র্যাকডাউনে নেমেছে পুলিশ। আর গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানান, তাদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

3 comments

  1. সে দালাল

  2. Md Alamin Hossain Chowdhury

    আমরা পঞ্চাশ হাজার জনতা ঢাকায় থাকবো

  3. চাচা পুলিশকে এখান থেকে ঐখানে আনা নেওয়া কইরা কয়দিন ঠিকে থাকবেন সারাদেশে চারদিকে যখন একসাথে জনগন একদফার অসহযোগ আন্দোলন শুরু করে দেবে তখন কি করবেন কোথাকার পুলিশ কোথায় নিয়ে যাবেন, বুড়া বয়সে দালালী ছাইড়া ভাল হয়ে যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *