রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার বেলা ১১টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, গণসমাবেশে ঘোষণা হবে সরকার পতনের ১০ দফা কর্মসূচি।
সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ড. আব্দুল মঈন খান।
যে যায়গায় সমাবেস করতেছে সেখানে না করাই উত্তম
আলহামদুলিল্লাহ
সফল হউক
সফল হোক
মুক্তিকামী জনতার প্রতি বিশেষ অনুরোধ মাঠের চতুর্দিকে নিজস্ব কর্মিবাহিনি দিয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিজস্ব গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।
ভাই বর্তমান এই জুলুম সরকারের অধীনে কোন জায়গায় নিরাপত্তা নেই সেই বলে কি ঘরে বসে থাকবেন দোয়া করবেন আগামী কাল যেন সমাবেশ সফল হয় ইনশাআল্লাহ
ইনশাল্লাহ
ফেরাউনের মত শাসক এত বেশি চালক ছিল, যে বেশি চালাকি করতে গিয়ে নীল নদে ডুবে মারা যায় তবুও নব্য ফেরাউন মার্কা শাসকগন এ থেকে শিক্ষা নেয় না।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
সফল হোক
Welcome BMP
সফল হবে ইনশাআল্লাহ
বিএনপি অনুমতি পেয়েছে, তবে দলের সিনিয়র নেতারা থাকতে পারবেননা।
অবৈধ অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের বিষদাঁত ভেঙ্গে দিতে না পারলে অসভ্য এবং বর্বর জাতি হিসেবে পশুর মতো জীবনযাপন করতে হবে।
Bnpi ar jnogon mile sofol hobei
সফল হোক
বাংলাদেশ জিন্দাবাদ
People Republic of Bangladesh
Here galo bnp.noya poltone somabes Korte parlor na
সফল হোক
Allhamdullah
সফল হোক
সফল হোক বাংলাদেশ জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ
ধন্যবাদ
আল্লাহ কবুল কর আমিন
ইনশাআল্লাহ সফল হবে