রাজধানীর ওয়ারী থানা যুবদলের নেতা ফয়সাল মেহবুব মিজুর বাবা মো. মিল্লাত হোসেনকে (৬৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
দুর্বৃত্তরা তাকে তার নিজ বাসায় পিটিয়ে আহত করে। বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ১২টার পর ৩৮ নম্বর ওয়ার্ডে ঘটে এ ঘটনা। পরবর্তী সময়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মো. মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
তিনি অভিযোগ করেন, বুধবার দিনগত রাত ১২টার পর প্রায় ৫০ জন লোক তাকে মারার জন্য তার বাসায় যায়। তাকে না পেয়ে বাসায় ভাঙচুর চালায়। বের হওয়ার সময় তার বাবার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওয়ারী থানার ইন্সপেক্টর (তদন্ত) মুজিবুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি দেখছেন। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, আসলে কীভাবে মারা গেছেন। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ বা মামলা এখনো করেনি।