নয়াপল্টনে পুলিশ বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ বুধবার বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই অভিযোগ করেন তিনি।
এর আগে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে বিএনপি কর্মীদের অবস্থান থেকে সরাতে গিয়ে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় বিএনপির নেতাকর্মীদের। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে জমায়েত বড় হয়ে রাস্তার এক পাশ বন্ধ হওয়ার উপক্রম হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
পুলিশের দাবি, বিএনপির নেতাকর্মীরা প্রথমে তাদের ওপর হামলা করেছে। এরপর পুলিশ আত্মরক্ষায় টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে।
এমনটাই তো সব জায়গায় হইতেছে
এমনটাই তো সব জায়গায় হইতেছে
হামলা চালিয়ে ভয় দেখাচ্চে।
হামলা চালিয়ে ভয় দেখাচ্চে।
এদের বিচার হবেই
ইনশাআল্লাহ
এদের বিচার হবেই
ইনশাআল্লাহ
তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।
অবৈধ অনির্বাচিত সরকারকে উৎখাত করা বর্তমানে জনগণের একমাত্র চাহিদা হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষ অবৈধ সরকারকে আর কোনভাবেই সহ্য করতে পারছেনা।
অবৈধ সরকার উৎখাতের জন্য তীব্র প্রতিরোধের মাধ্যমে পুলিশ লীগের বর্বরোচিত তৎপরতা রুখে দিতে হবে।
তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।
অবৈধ অনির্বাচিত সরকারকে উৎখাত করা বর্তমানে জনগণের একমাত্র চাহিদা হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষ অবৈধ সরকারকে আর কোনভাবেই সহ্য করতে পারছেনা।
অবৈধ সরকার উৎখাতের জন্য তীব্র প্রতিরোধের মাধ্যমে পুলিশ লীগের বর্বরোচিত তৎপরতা রুখে দিতে হবে।
R8
R8
রক্ষক যখন ভক্ষক হয়। যাদের দায়িত্ব ছিল নিরীহ জনগণের নিরাপত্তার দেওয়া তাঁরাই সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে 😭
রক্ষক যখন ভক্ষক হয়। যাদের দায়িত্ব ছিল নিরীহ জনগণের নিরাপত্তার দেওয়া তাঁরাই সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে 😭
রিজভী কি ছাড়া পায়ছে
রিজভী কি ছাড়া পায়ছে
আল্লাহ সবকিছু দেখেছেন একদিন বিচার হবে
আল্লাহ সবকিছু দেখেছেন একদিন বিচার হবে
স্বৈরাচার শাসন ব্যবস্থা দিয়ে, কখনও গনতন্ত্র ধংশো করা যায় না।
স্বৈরাচার শাসন ব্যবস্থা দিয়ে, কখনও গনতন্ত্র ধংশো করা যায় না।
ধিক্কার জানাই
ধিক্কার জানাই
সবাই, রেডি,হয়ে,, যান,গেফতারের,জন্য, নাহয়,হাতে, বাশ,নেন
সবাই, রেডি,হয়ে,, যান,গেফতারের,জন্য, নাহয়,হাতে, বাশ,নেন
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
এরা বাংলাদেশি পুলিশ না৷ এদেরকে বাশের লাঠি দিয়ে প্রতিহত করা হোক৷
এরা বাংলাদেশি পুলিশ না৷ এদেরকে বাশের লাঠি দিয়ে প্রতিহত করা হোক৷
পুলিশ লীগ ।
পুলিশ লীগ ।
ঠি……ক
আওয়ামী সন্ত্রাসী বাহিনী
নাম্বার ওয়ান জঙ্গী তারা
ঠি……ক
আওয়ামী সন্ত্রাসী বাহিনী
নাম্বার ওয়ান জঙ্গী তারা
Yes
Yes
পুলিশ মানি মাদার চোদ
পুলিশ মানি মাদার চোদ
Dik bolecen rijbhi ahomilik policer iccakritho babe komotha allha kothin babe bicar korbe
Dik bolecen rijbhi ahomilik policer iccakritho babe komotha allha kothin babe bicar korbe
Ara tho indian polish
Ara tho indian polish
বলার কি আছে সবাই দেখছে
বলার কি আছে সবাই দেখছে
এর তীব্র নিন্দা জানাই। আর সকলকে এক হওয়ার আহবান জানাই।
এর তীব্র নিন্দা জানাই। আর সকলকে এক হওয়ার আহবান জানাই।
রাইট
রাইট
বাংলাদেশ পুলিশ হলে গুলি করতোনা বাংলাদেশ পুলিশ মানুষের টাকা বেতন পায়খরচ
বাংলাদেশ পুলিশ হলে গুলি করতোনা বাংলাদেশ পুলিশ মানুষের টাকা বেতন পায়খরচ
বাংলাদেশে পুলিশ থাকলে হবে,জনগনের প্রয়োজন নেই,,ভারত থেকে খেলোয়াড় পাহারা দেওয়ার নামে তিন হাজার কমান্ডো আমদানী করছে ৯ই ডিসেম্বর রাতের জন্য।
বাংলাদেশে পুলিশ থাকলে হবে,জনগনের প্রয়োজন নেই,,ভারত থেকে খেলোয়াড় পাহারা দেওয়ার নামে তিন হাজার কমান্ডো আমদানী করছে ৯ই ডিসেম্বর রাতের জন্য।
খেলা হবে,,,,
খেলা হবে,,,,