Breaking News

কাল থেকেই নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশ দিলেন কাদের

আগামীকাল বুধবার থেকে সারাদেশে সতর্ক পাহারা দেয়ার জন্য আওয়ামী লীগ কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী সুযোগ দিচ্ছেন তাই বিএনপি সমাবেশ করতে পারছে। ১৩ বছরে যে দল ১৩ মিনিটের আন্দোলন করতে পারেনি, তারা ১০ ডিসেম্বরে সরকার পতনের হুমকি দিচ্ছে।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমার খারাপ লাগে যখন শুনি ছাত্রলীগ কর্মীরা ‘ভাই’কে মেইনটেইন করছে। ভাইকে মেইনটেইন করতে হবে কেনো? ছাত্রলীগ মেইনটেইন করবে বঙ্গবন্ধুর আদর্শ। এসব মেইনটেইন-টেনটেইন যেনো আর শুনতে না পাই। এ সময় ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বানও জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা পরবর্তী জেনারেশনকে নিয়ে ভাবেন। তাই তার টার্গেট ২১০০ সাল। ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গত ৪৭ বছরে সবচেয়ে সাহসী নেতার নাম কী? শেখ হাসিনা। গত ৪৭ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম কী? শেখ হাসিনা। গত ৪৭ বছরে জনপ্রিয় নেতার নাম কী? শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৭ বছরে সফল কূটনীতিকের নাম কী? শেখ হাসিনা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের দুশ্চিন্তায় প্রতিদিন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে। কাদের বলেন, খেলা হবে। আন্দোলবে হবে, নির্বাচনে হবে, ডিসেম্বরে হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। প্রস্তুত হয়ে যান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের হাঁকডাক! পতন করবেন সরকারের! পতন! ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেননি। ১০ ডিসেম্বর ঘিরে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব মহল্লায় পাড়ায়, জেলায়, মহানগরে, ইউনিয়নে, থানায় সব জায়গায় সতর্ক পাহারা আগামীকাল থেকে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার অঙ্গিকার। মানুষকে বাঁচাতে হবে। মানুষের জানমাল নিরাপদ করতে হবে। তাদের বিশ্বাস নাই।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

26 comments

  1. কাকু বইলের সাহস থাকলে খালি হাতে আসতে

  2. কাকু বইলের সাহস থাকলে খালি হাতে আসতে

  3. Hafez Anwar Hossain

    নেমে কি কি করবে, সেগুলো তো ঠিক আছে

  4. Hafez Anwar Hossain

    নেমে কি কি করবে, সেগুলো তো ঠিক আছে

  5. আপনি আগে নামেন স্যার আপনার সাথে আমরাও নামব

  6. আপনি আগে নামেন স্যার আপনার সাথে আমরাও নামব

  7. তাহলে কি গৃহযুদ্ধ আসন্ন সরকারকে সংযত হতে পারে না তিনবার তো ক্ষমতায় ছিলেন এত লোভ কেন

  8. তাহলে কি গৃহযুদ্ধ আসন্ন সরকারকে সংযত হতে পারে না তিনবার তো ক্ষমতায় ছিলেন এত লোভ কেন

  9. এই উস্কে দেওয়ার দায়িত্ব কে নেবে ❓

  10. এই উস্কে দেওয়ার দায়িত্ব কে নেবে ❓

  11. “কিসের লড়াই উদ্যানে?
    খেলা হবে পল্টনে!!✊
    🇧🇩🌾

  12. “কিসের লড়াই উদ্যানে?
    খেলা হবে পল্টনে!!✊
    🇧🇩🌾

  13. কার বিয়ে কে বউ সাজে হা হা আরো কি দেখাবে এই দল আললা ভালো জানে

  14. কার বিয়ে কে বউ সাজে হা হা আরো কি দেখাবে এই দল আললা ভালো জানে

  15. তোদের কি হয়েছে।

  16. তোদের কি হয়েছে।

  17. তাহলেতো আপনারা সনতারাসী করবেন

  18. তাহলেতো আপনারা সনতারাসী করবেন

  19. Red cards

  20. Red cards

  21. আওয়ামী সন্ত্রাসী দুর্নীতি লুটপাট কারীরা ১০ ই ডিসেম্বরের পরে হয়ত ঢাকা শহরে থাকবেনা জনগণ ক্ষুধার জ্বালায় চটপট করতেছে

  22. আওয়ামী সন্ত্রাসী দুর্নীতি লুটপাট কারীরা ১০ ই ডিসেম্বরের পরে হয়ত ঢাকা শহরে থাকবেনা জনগণ ক্ষুধার জ্বালায় চটপট করতেছে

  23. সমস্যা নাই

  24. সমস্যা নাই

  25. M Sumon Islam Sumon

    সবকিছুই রেকর্ড হচ্ছে কিন্তু

  26. M Sumon Islam Sumon

    সবকিছুই রেকর্ড হচ্ছে কিন্তু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *