Breaking News

‘কিছুদিন পর এ দেশে ঘর দেয়ার মতো গরিব পাওয়া যাবে না’

কিছুদিন পর দেশে ঘর দেয়ার মতো গরিব-দুঃখী পাওয়া যাবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে পর্যায়ক্রমে ঘর দিতে দিতে এমন অবস্থা হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ১০ ডিসেম্বর সম্পর্কে বিএনপি যা বলছে, সেটা কথার ফুলঝুরিতে পর্যবসিত হবে।

তিনি আরও বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন পহেলা জানুয়ারি সব সোনামণির হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়ার রেকর্ড আওয়ামী লীগ সরকারেরই রয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে এই রেকর্ড নেই। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে রোল মডেল।

এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।

সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *