Breaking News

ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে ছাত্রলীগের হামলা

সিলেটের ওসমানীনগর গণসমাবেশের প্রচারণাকালে উপজেলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর গাড়িতে হামলা হয়েছে। গণসমাবেশ সামনে রেখে মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলায় লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছে বিএনপি।
সিলেটে ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ
ইকরামুল কবির

বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে তাহসীনা রুশদীর লুনা দলীয় নেতাকর্মী নিয়ে সিলেট বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে গাড়িতে ওঠার পর স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালিয়ে তার গাড়ির গ্লাস ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ আহত হন। এ সময় গাড়ি নিয়ে তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন তিনি।

পরে তাজপুর বাজারে গিয়ে লিফলেট বিতরণ করেন তাহসীনা রুশদী। তাজপুর থেকে তিনি দয়ামীর বাজারে যান। সন্ধ্যা ৬টায় সেখানে লিফলেট বিতরণকালে পুলিশ এসে বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লুনার সঙ্গে থাকা ছাত্রদলের তিন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়।

আটককৃতরা হলেন- ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ, ছাত্রদল নেতা নুরুল ইসলাম ও শাহেদ আহমদ।

এদিকে গণমাধ্যমের কাছে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘ওসমানীনগরে ছাত্রলীগের কোনো কমিটি নেই। যত দূর শুনেছি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে অন্য আরেকটি পক্ষ তাহসীনা রুশদীর গাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো কর্মীর সম্পৃক্ততা নেই। বিএনপি মিথ্যা অভিযোগ করছে।’

ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন ছাত্রদলের দুই নেতাকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রদলের ওই নেতা-কর্মীদের ঝামেলা হয়েছে। এ জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *