Breaking News

যেসব পুলিশ সদস্যদের তালিকা করতে বললেন খসরু

‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের তালিকা করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

খসরু বলেন, পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে। আমি নেতাকর্মীদের উদ্দেশে বলতে চাই, আপনারাও অতি উৎসাহী কিছু পুলিশের সদস্য ও আওয়ামী সন্ত্রাসীদের তালিকা আপনারা তৈরি করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু অতি উৎসাহী সদস্যের দায় পুরো পুলিশ বাহিনী কেন নেবে? র‌্যাবের কিছু সদস্যের কর্মকাণ্ডের জন্য র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা চলে এসেছে। ব্যক্তিগতভাবে এসেছে, প্রতিষ্ঠানের ওপর এসেছে।

বিএনপির এই নেতা বলেন, যেসব পুলিশ সদস্য দেশ, সংবিধান ও পুলিশের আইন লঙ্ঘন করছে, তাদের বিষয়টিও আমাদের মাথায় রাখছি। কারণ, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশিদিন টিকে থাকা যায় না।

খসরু বলেন, আমাদের নেতাকর্মীদের যে ধৈর্য সেটাকে স্যালুট করতে হবে। তারা পূর্ণমাত্রার ধৈর্য রেখে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশকে সফল করেছে। আমরা কোনো সহিংস রাজনীতির দিকে যাবো না। এই ফাঁদে পা দেওয়া যাবে না।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *