রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে যুবলীগের মহাসমাবেশ মাতালেন আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম।শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে যুবলীগের মহাসমাবেশ শুরু হয়। কিছু সময় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেওয়ার পর শুরু হয় সাংস্কৃতির অনুষ্ঠান।
এ পর্বে মঞ্চ কাঁপিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। মুজিব শতবর্ষের থিম সং ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্রকণ্ঠ, তোমার কণ্ঠস্বর…’ গানে মেতে ওঠে যুব মহাসমাবেশে নেতাকর্মী ও যুবকরা। উচ্ছ্বসিত দেখা যায় মঞ্চে বসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। এরপর মমতাজ গেয়ে ওঠেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ‘তুমি ফিরে এসেছিলে…’।
এর আগে, দুপুর আড়াইটাই সমাবেশস্থলে যোগ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।