Breaking News

বরিশালে পৌঁছেছেন মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এক দিন আগেই বরিশাল পৌঁছেছেন দলটির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সাথে এসেছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল মঈন খান।

শুক্রবার বিকেলে একটি বেসরকারি বিমানের ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছান তারা।এ সময় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে বরিশালে প্রবেশ করেনতারা।

এদিকে মহাসচিবসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর হোটেল গ্রান্ড পার্কে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে। ফখরুলকে বহনকারী গাড়িবহর সন্ধ্যা ৬টার দিকে গ্রান্ড পার্কের সামনে এসে থামে। তবে তারা সমাবেশস্থলে যাননি।

এর আগে থেকেই বরিশালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেডএম ডা. জাহিদ হাসান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *