Breaking News

বিচারপতি মানিকের ওপর হামলা বিএনপির নাশকতার ছক: হাছান

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের উপর হামলাকে ‘বিএনপির নাশকতার ছকের অংশ’ হিসেবে দেখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ বিষয়ে কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “তিনি (শামসুদ্দিন) একজন উদার মনের মানুষ। গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন… চর্চা করেন। স্বাধীনতার পক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তার ওপর যে হামলা, সেটি ছাত্রদলের ইন্ধনেই সেখানে হামলা হয়েছে।

“এতেই এটাই প্রমাণিত হয়, বিএনপি সারাদেশে নাশকতার ছক একেছে। এই আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা।”

বিএনপি-জামায়াত জোটের ‘আরও হামলার পরিকল্পনা’ রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, “তাদের ছত্রছায়ায় অপশক্তি জঙ্গিগোষ্ঠী আছে তারা এগুলো করছে। এজন্য বারবার আমরা দেশবাসীকে সতর্ক করেছি… আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাই এই অপশক্তিকে রুখতে হবে।”

জিয়াউর রহমান কারাগারে জাতীয় চার নেতাকে হত্যায় ‘জড়িত থাকায়’ বিএনপি জেল হত্যা দিবস পালন করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা হাছান।

তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই তো এই জেলহত্যার সাথে যুক্ত, তার অনুগত নেতারাই কারাগারের মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সুতরাং তারা জেল হত্যা নিয়ে কী বলবে, জেল হত্যা নিয়ে তারা একটাই বলতে পারে, দায়টা স্বীকার করতে পারে।

“তারা আলোচনা করলে এটাই উঠে আসবে, উঠে আসা উচিত। বলা উচিত তাদের যে, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্ধনেই তার অনুগত সেনারা গিয়ে জাতীয় চার নেতাকে হত্যা করেছে।”

বুধবার নয়া পল্টন এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় হামলার মুখে পড়েন শামসুদ্দিন চৌধুরী মানিক। এ ঘটনায় তার দেহরক্ষী রফিকুল ইসলাম পল্টন থানায় মামলা করেন। সেখানে অজ্ঞাতনামা অর্ধ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

ওই মামলায় গ্রেপ্তার ১১ বিএনপিকর্মীকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *