Breaking News

ধর্মঘটে অচল বরিশাল, রাস্তায় বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ

এদিকে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) নেতা-কর্মীদের আসতে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরও সব বাধা অতিক্রম করে বেলসপার্কে মানুষের ঢল নেমেছে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরেজমিনে দেখা গেছে, নগরীতে যানবাহন বলতে চলছে সীমিতসংখ্যক রিকশা। নগরে নেই ব্যাটারি ও গ্যাসচালিত তিন চাকার যানবাহন। এমনকি নগরে প্রবেশে সবগুলো খেয়াঘাটও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হওয়া মানুষ বিড়ম্বনায় পড়েছে। কাল শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে বরিশাল মহানগরে এই অচলাবস্থা শুরু হয়েছে বলে জানান যাত্রীরা।

সাধারণ মানুষ ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ঠুনকো অজুহাতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত গণপরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। বড় দলগুলোর ক্ষমতার লড়াই ও রাজনৈতিক প্রতিহিংসায় আমরা এই ভোগান্তিতে পড়েছি। সারা দেশের সঙ্গে বরিশালের সড়ক ও নৌপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিচ্ছিন্নপ্রায় বরিশাল, ভোগান্তিতে মানুষবিচ্ছিন্নপ্রায় বরিশাল, ভোগান্তিতে মানুষ
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে কথা হয় আ. রহিমের সঙ্গে। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে। তিনি বরিশালে এসেছেন ফরিদপুর থেকে। তাঁর মামি মারা যাওয়ায় বাড়ি যাচ্ছেন, কিন্তু যানবাহন না পেয়ে ফরিদপুর থেকে অটোরিকশায় বরিশালের ভুরঘাটা পর্যন্ত আসেন। পরে বাকি পথ এসেছেন ভ্যানে করে।

শুক্রবার দুপুরে নগরে ফাঁকা বিভিন্ন সড়ক ঘুরে কোলাহল খুঁজে পাওয়া গেল বিএনপির গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে। বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত হাজারো বিএনপির নেতা-কর্মী বৃহস্পতিবার বিকেল থেকে সেখানে অবস্থান করছেন। মুহুর্মুহু স্লোগান দিয়ে তাঁদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন। বাস-লঞ্চ বন্ধ হয়ে যাবে এমন পূর্বঘোষণায় বৃহস্পতিবার দুপুর থেকেই বিএনপির গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসতে থাকেন দলটির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার রাতে কয়েক হাজার নেতা-কর্মী শামিয়ানা ও নিচে ত্রিপল পেতে রাত্রি যাপন করেছেন এই উদ্যানে। এ জন্য বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের একাধিক স্থানে নেতা-কর্মীদের জন্য হয়েছে রান্না।

ভোলার বোরহান উদ্দিনের রজব আলী বৃহস্পতিবার রাতে এসে অবস্থান নিয়েছেন বঙ্গবন্ধু উদ্যানে। তাঁর সঙ্গে আছেন ইউনিয়ন বিএনপির প্রায় অর্ধশত নেতা-কর্মী। তিনি বলেন, শনিবার গণসমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তিনিসহ নেতা-কর্মীরা মাঠেই থাকবেন।

এদিকে পূর্বঘোষণা ছাড়াই কীর্তনখোলা নদীর পূর্ব তীর থেকে বরিশাল নগরে প্রবেশের সবগুলো খেয়া বন্ধের কোনো কারণ জানা যায়নি। এতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *