আট বছর পর ঢাকা জে’লা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলার পুরাতন মাঠে দলটির নেতাকর্মীদের ঢল দেখা গেছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান রীতিমত জনসমুদ্রে রূপ নিয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কা’ম’রুল ই’স’লা’ম এমপি। এছাড়া প্রধান অ’তিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বক্তা হিসাবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
দোহার, সাভা’র, ধাম’রাই, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ-এ পাঁচ উপজে’লা নিয়ে গঠিত ঢাকা জে’লা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে জে’লার নেতাকর্মীদের মধ্যে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জে’লা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।