Breaking News

খুলনায় গণপরিবহন বন্ধ, বিপাকে চাকরি প্রত্যাশীরা

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে খুলনায় শুক্র ও শনিবার বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। পরিবহন মালিক ও শ্রমিকদের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন চাকরি প্রত্যাশীরা। শুক্রবার কীভাবে চাকরির পরীক্ষায় অংশ নেবেন তারা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা।

জানা গেছে, ১৬তম গ্রেডভুক্ত তৃতীয় শ্রেণির সমাজকর্মী পদে জনবল নিয়োগের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লিখিত/এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় খুলনা থেকে আবেদন করেছেন ১৩ হাজার ৩৭৬ জন প্রার্থী। খুলনা শহরের ১৩ কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে এই পরীক্ষায় আবেদন করেছেন শিমুল বিশ্বাস। তিনি বলেন, ডুমুরিয়া থেকে খুলনা শহরে বাসে যাওয়ার আসা করি। শুক্রবার (২১ অক্চোবর) বাস চলবে না। এখন ২০ কিলোমিটার পথ ইজিবাইক বা অন্য কোনো গাড়িতে যেতে হবে। অন্তত পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এ দিনটাতে তারা বাস বন্ধ না করলেই পারত।

পাইকগাছা উপজেলার জিয়াউল হায়দার বলেন, আমার বাড়ি শহর থেকে ৫০ কিলোমিটার দূরে। ভেবেছিলাম পরীক্ষার দিন সকালে চলে আসব। তবে বাস বন্ধের খবরে আগেই শহরে এসেছি। এখন এক বন্ধুর মেসে থাকব।

খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন বলেন, একযোগে বাংলাদেশে ৬৪টি জেলায় এ পরীক্ষা হচ্ছে। এটা পূর্বঘোষিত। খুলনায় এখন বাস বন্ধ হলে কিছু করার নেই। যারা পরীক্ষার্থী তাদের বলতে চাই, অন্তত একদিন আগে যেন তারা শহরে চলে আসেন।

পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খুলনা শহর থেকে প্রতিদিন পাইকগাছায় কর্মস্থলে যান বেসরকারি উন্নয়ন স্থার সাইফুল ইসলাম।

তিনি বলেন, আমার কর্মস্থলে প্রতিদিন সকালে খুলনা থেকে বাসযোগে ৬৫ কিলোমিটার পাড়ি দিয়ে যাই। দুদিন বাস বন্ধ থাকলে অফিসে কীভাবে যাওয়া-আসার করব তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার মতো হাজারো মানুষ খুলনা থেকে মোংলায় গিয়ে অফিস করেন। তারা বিপাকে পড়বেন।

মালিক সমিতি সূত্রে জানা গেছে, খুলনা শহরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে প্রতিদিন ১৮টি রুটে প্রায় এক হাজার দুশ’ বাস চলাচল করে। আর এসব পরিবহনে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। বাস বন্ধের এ সিদ্ধান্তে তারা সবাই বিপাকে পড়েছেন।

খুলনা জেলা মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘গত বুধবার ১১টায় খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির কর্মকর্তা, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মালিকদের উপস্থিতিতে সভায় বলা হয়, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে সড়ক-মহাসড়কে নসিমন-করিমন, মহেন্দ্র, ইজিবাইক ও বিটিআরসির গাড়িগুলো চলাচল করছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে প্রশাসন কর্তৃক অবৈধ নছিমন-করিমন মাহেন্দ্র ইজিবাইক ও বিটিআরসির যত্রতত্র কাউন্টার বন্ধ না করলে ২১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুই দিন মালিক সমিতির সকল গাড়ি বন্ধ থাকবে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *