Breaking News

‘১০ ডিসেম্বর বিএনপি নেতারা বাসা থেকেই বের হবেন না’

রাজপথে তো দূরের কথা ১০ ডিসেম্বর বিএনপি নেতারা বাসা থেকেই বের হবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, ‘১০ ডিসেম্বর সরকার চলবে বিএনপির কথায়’ বিএনপির নেতারা এমন বক্তব্যে দিয়ে বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চাইছেন। এ মাসকে টার্গেট করে তারা দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, বিএনপির কোনো কথাই দেশের জনগণ বিশ্বাস করে না। ১০ ডিসেম্বর রাজপথে নামা তো দূরের কথা, তারা বাসা থেকেই বের হবেন না।

নৌকার বিজয় কারো পক্ষে ঠেকানো সম্ভব নয় উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য দেশবাসী অধির আগ্রহে অপেক্ষা করছেন।

হানিফ বলেন, আন্দোলনে নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি। তারা এতদিন ঘাঁপটি মেরে ছিল। এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে। কোনো লাভ হবে না।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *