আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা শুরু করেছে বিএনপি। এর পাল্টা জবাব বিএনপি পাবে বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (১ অক্টোবর) বিকালে হাজারীবাগ থানা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু নির্বাচন প্রতিহত করতে আসলে দেশের মানুষ প্রতিরোধের আগুন জ্বালিয়ে দেবে। ২০০৮ সালে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ ৩০ আসন পাবে। কিন্তু বিএনপিই ৩০ আসন পেয়েছিল বলেও জানান তিনি।