Breaking News

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পাবে: তথ্যমন্ত্রী

ভূমিধস বিজয়ের মাধ্যমেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নির্বাচনে ২০টি আসন পাওয়ার বিষয়টি বিএনপির ক্ষেত্রেই ঘটবে বলেও দাবি করেন তিনি।

শনিবার (১ অক্টোবর) সকালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) বাংলাদেশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, রাজনীতির ক্ষেত্রে বিএনপি হত্যায় বিশ্বাসী। ভবিষ্যতে নিজেরাই নিজেদের কর্মীকে হত্যা করে দলটি সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করবে বলেও দাবি করেন তিনি।

মূল অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন, এটি বিএনপির বেলায় প্রযোজ্য। যে নির্বাচন আগামীতে হবে, সেখানে আওয়ামী লীগ আবারও ধস নামানো বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে।

Check Also

ক্ষমা চাইলেন ডা. মুরাদ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাধারণ ক্ষমার আবেদন করেছেন সাবেক তথ্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *