বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি হলো একটি সন্ত্রাসী দল, মিথ্যায় বিশ্ব চ্যাম্পিয়ন। এরা ভালো কথার মানুষ নয়, যেমন কুকুর তেমন মুগুর।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘পাগলের বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। এদেরকে পাবনা না পাঠানো পর্যন্ত মানুষ নিরাপদ নয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব পাবনায় কয়েকটা কারাগার বানান। পাগল বেশি হইয়া গেছে। তাদের সেখানে আটকাতে হবে।’
বিএনপিকে মিথ্যায় বিশ্ব চ্যাম্পিয়ন আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যেমন কুকুর তেমন মুগুর। এরা ভাল কথার মানুষ না। এরা ভালো কথা শোনেও না, ভালো কথা বলতেও পারে না। বিএনপি হল বিশ্ব চ্যাম্পিয়ন মিথ্যাবাদী দল৷’
তিনি বলেন, ‘আমরা নাকি কথা বলতে দিই না, দেখেন কেমনে গলা ফাইরা কথা কয়। প্রতিদিন কয়। আমগো কাটাতারের মধ্যে রাখত। আমরা কাটাতার ভেঙেই কিন্তু টেনে হিচড়ে খালেদা জিয়াকে নামাইছি।’
মায়া বলেন, ‘গুম-খুন, আগুন, সন্ত্রাস সব তাদের ডিকশিনারিতে। বিএনপি জানে, নির্বাচনে গেলে তাদের কি অবস্থা হবে। তাই তারা নির্বাচনে যেতে চায় না। এটা কি হয় ভাই? এটা জোরের জায়গা না। সন্ত্রাসের জায়গা না।’
শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ টেনে মায়া বলেন, ‘প্রধানমন্ত্রী ভারতে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী আসেন। এটাই রীতি। এটা নিয়ে কত রকম গুজব। শেখ হাসিনা দেন না, আনেন। বাপের বেটি শেখ হাসিনা দিতে জানেন না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা করতে হয়, সেটাই তিনি করেন।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আর মিথ্যা কথা বলবেন না। মিথ্যার দিন শেষ। পুলিশের ওপর হামলা করবেন, ঢিল মারবেন, পুলিশ কি আঙুল চুষব?’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।