Breaking News

চাল-ডাল নিয়ে বিএনপি ১০ ডিসেম্বর কার্যালয়ে অবস্থান করবে,বিষয়টি খতিয়ে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশের নামে বিএনপি ১০ ডিসেম্বর চাল-ডাল নিয়ে নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করার খবর শুনেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপি তাদের মহাসমাবেশে নাকি লাখ লাখ লোকের সমাগম করবে। ঢাকাকে অচল করে দেবে। ওই দিন সরকার পতনের দাবি তোলার হুমকি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে তাদের কার্যালয়ে অবস্থান করবে বলে শুনতে পাচ্ছি।

তিনি বলেন, বিএনপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা একটি দল। সেজন্যই তারা নানা ধরনের ফন্দিফিকির ও ষড়যন্ত্রের চিন্তা করে। যেটা আওয়ামী লীগ কখনই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। চাল-ডাল মজুত রাখাও সেরকমই একটি ইঙ্গিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শনিবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিএনপির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশের স্থান প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির জন্য ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন। তাই সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য বিবেচনায় যা ভালো হয়, পুলিশ কমিশনার তাই করবেন।

মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান, পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Check Also

এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌ বাহিনী

এবার বিমান ও নৌ বাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। সোমবার …

50 comments

  1. হানিফ প্রিন্টার সলিউশন

    বি এনপি কখন হাগা দেয় নজর দেয়া দরকার

  2. হানিফ প্রিন্টার সলিউশন

    বি এনপি কখন হাগা দেয় নজর দেয়া দরকার

  3. Kamal Uddin Headmaster

    তারা তাদের কার্যালয়ে প্রয়োজনে অবস্থান করবে। এটা তাদের নাগরিক অধিকার।
    এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর তদারকির কিছুই থাকতে পারেনা।

  4. Kamal Uddin Headmaster

    তারা তাদের কার্যালয়ে প্রয়োজনে অবস্থান করবে। এটা তাদের নাগরিক অধিকার।
    এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর তদারকির কিছুই থাকতে পারেনা।

  5. দেখেন

  6. দেখেন

  7. আপনারা তো দেশটাকেই পংগু বানাই রাখছেন।

  8. আপনারা তো দেশটাকেই পংগু বানাই রাখছেন।

  9. জনগন গন ভবন আর বঙ্গভবনে গিয়েই রাজকীয় খাবার খাবে ইনসআল্লাহ

  10. জনগন গন ভবন আর বঙ্গভবনে গিয়েই রাজকীয় খাবার খাবে ইনসআল্লাহ

  11. চাল-ডাল কী নিষিদ্ধ পণ্য?

  12. চাল-ডাল কী নিষিদ্ধ পণ্য?

  13. কেন সরকার জানে না, চাল,ডাল,তেলের দাম, খতিয়ে দেখার কি আছে

  14. কেন সরকার জানে না, চাল,ডাল,তেলের দাম, খতিয়ে দেখার কি আছে

  15. Shafiqul Alam Shaykat

    আপনারা তো চাই ডাইলের লোভ দেখাইয়াই জনসভায় লোক আনেন

  16. Shafiqul Alam Shaykat

    আপনারা তো চাই ডাইলের লোভ দেখাইয়াই জনসভায় লোক আনেন

  17. মন্ত্রী সাহেব এক সময় না এক সময় হোঁচট খাবেন

  18. মন্ত্রী সাহেব এক সময় না এক সময় হোঁচট খাবেন

  19. লাঠি না নিলে তো হয়,চাল ডালে ভয় কিসের,দাওয়াত রইল

  20. লাঠি না নিলে তো হয়,চাল ডালে ভয় কিসের,দাওয়াত রইল

  21. MD Aminul Sorkar Munna

    সময় শেষ

  22. MD Aminul Sorkar Munna

    সময় শেষ

  23. তাদের কার্যালয়ে যদি তারা চাল ডাল নিয়ে বেড়াতে আসে তাহলে আপনাদের সমস্যাটা কোথায়?

  24. তাদের কার্যালয়ে যদি তারা চাল ডাল নিয়ে বেড়াতে আসে তাহলে আপনাদের সমস্যাটা কোথায়?

  25. লাঠি সোটার বিকল্প নেই। লাঠি লাকবেই।

  26. লাঠি সোটার বিকল্প নেই। লাঠি লাকবেই।

  27. নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে খমতায় আসলে খতিয়ে দেখবেন এখন না।

  28. নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে খমতায় আসলে খতিয়ে দেখবেন এখন না।

  29. দেশের সর্ব শ্রেণীর জনগণ ও খতিয়ে দেখছে কেন আপনারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করছেন।এটা দেশের জনগণের সাংবিধানিক অধিকার।

  30. দেশের সর্ব শ্রেণীর জনগণ ও খতিয়ে দেখছে কেন আপনারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করছেন।এটা দেশের জনগণের সাংবিধানিক অধিকার।

  31. খতিয়ে দেখার কোন পয়জন নেই,,এই জালেম সরকার পদত্যাগ করলে সব ঠিক হয়ে যাবে।

  32. খতিয়ে দেখার কোন পয়জন নেই,,এই জালেম সরকার পদত্যাগ করলে সব ঠিক হয়ে যাবে।

  33. পদত্যাগ চাই জালিমের

  34. পদত্যাগ চাই জালিমের

  35. কিসের মামলা কিসের রায় জনগণ আজ মুক্তি চায়। জাতির হাতে উঠলে বাঁশ পাল্টে যাবি ইতিহাস।

    এভাবে
    মানুষকে আপনারা আর
    কত ধোকা দিবেন।

  36. কিসের মামলা কিসের রায় জনগণ আজ মুক্তি চায়। জাতির হাতে উঠলে বাঁশ পাল্টে যাবি ইতিহাস।

    এভাবে
    মানুষকে আপনারা আর
    কত ধোকা দিবেন।

  37. How it looks.

  38. How it looks.

  39. চাল ডাল নিয়ে বসে থাকলে আপনাদের সমস্যা কোথায়।

  40. চাল ডাল নিয়ে বসে থাকলে আপনাদের সমস্যা কোথায়।

  41. UK gave their latest message, before Japan and America !

  42. UK gave their latest message, before Japan and America !

  43. মরার চিন্তা নাই ক্ষমতার লোভে।

  44. মরার চিন্তা নাই ক্ষমতার লোভে।

  45. দেশের জনগণের প্রতি খেয়াল রাখার সময় কই বি এন পি কে ধমনেইতো সময় পার!!!

  46. দেশের জনগণের প্রতি খেয়াল রাখার সময় কই বি এন পি কে ধমনেইতো সময় পার!!!

  47. Md Shahadat Hossain

    হায়রে গণতান্ত্রিক দেশ, নিজের ভোট নিজে দিতে পারি নাই

  48. Md Shahadat Hossain

    হায়রে গণতান্ত্রিক দেশ, নিজের ভোট নিজে দিতে পারি নাই

  49. আমাদের ভোট চুরি করেছেন আপনারা ,বিএনপি আমাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য মাঠ নেমেছে। আপনারদের বুঝা উচিত এ আন্দোলনের পিছনে জনসমর্থন কত ব্যাপক। ভোটচুরির অপরাধে আপনাদের যেখানে লজ্জিত হওয়া উচিত ,সেখানে উল্টো অতিরিক্ত খোঁচাখুঁচি করছেন।
    আপনারা তো দেখছি ভোটচুরি ছাড়তে চাচ্ছেন না।

  50. আমাদের ভোট চুরি করেছেন আপনারা ,বিএনপি আমাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য মাঠ নেমেছে। আপনারদের বুঝা উচিত এ আন্দোলনের পিছনে জনসমর্থন কত ব্যাপক। ভোটচুরির অপরাধে আপনাদের যেখানে লজ্জিত হওয়া উচিত ,সেখানে উল্টো অতিরিক্ত খোঁচাখুঁচি করছেন।
    আপনারা তো দেখছি ভোটচুরি ছাড়তে চাচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *