আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বঙ্গবন্ধু হত্যার বিচার বাধাগ্রস্ত করতে আইন করেছে, তাদের মুখে ভোট, গণতন্ত্র ও মানবাধিকারের কথা শুনতে হয়। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আজ মঙ্গলবার ১৮ অক্টোবর শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের মূল আয়োজন অনুষ্ঠিত হয়। তাতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, যুদ্ধ নয়, শান্তিপূর্ণভাবে দেশকে বিশ্বের কাছে মর্যাদার আসনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। অনুষ্ঠানে আপ্লুত কন্ঠে শেখ রাসেলের স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ রাসেলের স্মৃতিবহ জীবন নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মেচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিক্ষাসহ কয়েকটি বিভাগে বিজয়ী শিশুদের শেখ রাসেল পদক দেয়া হয়।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী গেলো বছর থেকে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক’।
এর আগে গত ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ঘাতকরা সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুকে। সেদিন ঘাতকদের ঠাণ্ডা মাথায় করা গুলির শিকার হন শিশু রাসেলও। অথচ, তখনও পৃথিবীর জটিলতা বুঝে ওঠার মতো বয়স হয়নি তার।