এবার রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রী নির্যাতন ও অন্যান্য বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় নুসরাত জাহান কেয়া নামে এক ছাত্রীকে অধ্যক্ষের কক্ষে ৬ ঘণ্টা আটকে রেখে হয়রানি, মানসিক নির্যাতন ও জোর করে অঙ্গীকারনামা নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ১৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে ইডেন কলেজ ক্যম্পাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, টানা ৬ ঘণ্টা আটকে রাখার পর ওই নারী শিক্ষার্থীকে সন্ধ্যার পর তার এক চাচাতো ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। ভুক্তভোগী ওই ছাত্রী মার্কেটিং বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ও ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
এ বিষয়ে নুসরাত জাহান কেয়া বলেন, আমি গতকাল দুপুর ১২টার দিকে অনার্সের প্রভিশনাল সার্টিফিকেট (সাময়িক সনদপত্র) আনার জন্য কলেজে যাই। ডিপার্টমেন্টে গেলে শিক্ষকরা বলে অধ্যক্ষ আমার সঙ্গে কথা বলবেন। পরে আমাকে অধ্যক্ষের রুমে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, আমি কেন কলেজের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বলেছি তার কারণ জানতে চান৷ আমার ব্যাগ, মোবাইল কেড়ে নেওয়া হয়। আমাকে মানসিক নির্যাতন করা হয়। আমি অসুস্থ হয়ে পড়লে ম্যামরা আমাকে স্যালাইন পান করতে দেন।
এ সময় কেয়া আরও বলেন, আমার কাছে জোরপূর্বক মুচলেকা আদায় করা হয়৷ আমি যে বক্তব্য দিয়েছি তার কারণ লিখিত আকারে দিতে বলা হয়। আমার বাড়িতে ফোন দিয়ে বাবা-মাকে এসে আমাকে নিয়ে যেতে বলে। বাবা-মা গ্রামে থাকায় তারা আসতে পারেননি। পরে ঢাকায় আমার এক চাচাতো ভাই থাকেন, তিনি এসে লিখিত দিয়ে আমাকে কলেজ থেকে নিয়ে যান। আমি এখনো অসুস্থ।
এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন, পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।