প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেছেন, আমাকে নিয়ে অত লেখালেখির দরকার নাই। আমি জনগণের সেবা করতে এসেছি। আমার বাবা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। তার যে স্বপ্ন ছিল সেটাই বাস্তবায়ন করা আমার একমাত্র লক্ষ্য। আমার নিজের তো কিছু চাওয়া পাওয়ার নেই। তবে দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম, কতটুকু দিতে পারলাম, এটাই হচ্ছে আমার সব থেকে বড় স্বপ্ন। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। এই যে একটা ঘর দেওয়ার পরে মানুষের যে হাসিটা, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন সময় দেশে অস্থিরতা ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সামাল দিয়ে দিয়ে অর্থনীতির চাকাটা সচল রেখেছি।
তিনি বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ। আমরা ডেল্টা প্ল্যান ২১০০ তৈরি করে দিয়ে গেলাম। আগামী ১০০ বছরে বদ্বীপটা কীভাবে চলবে সেটা মাথায় রেখেই একটা কাঠামো তৈরি করে দিয়ে গেলাম। যখনই যারা আসবে, আমি মনে করি এটা অনুসরণ করবে। সময়ের চাহিদা অনুযায়ী পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন সবই করতে পারবে। সেভাবে যদি করতে পারে তো বাংলাদেশ কখনোই পিছিয়ে যাবে না।