পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্বজুড়ে গন্ডগোল। বাংলাদেশের নিজস্ব তেল, গ্যাস নেই। তেল, গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ বানাতে হয়। ফলে আমাদের বিদ্যুতের টান পড়ে গেছে। কয়েকটা দিন আমাদের সবাইকে সমন্বয় করতে হবে। অহেতুক যে ঘরে দুইটা বাতির আলো দিয়ে চলে সেই ঘরে পাঁচটা বাতি জ্বালানো উচিত না।
বুধবার (১০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘একটা প্লেটে ভাত খেয়ে অর্ধেক ভাত ফেলে দেওয়া এই ফুটানি কোনো লোকের করা ভালো না।’
বাংলাদেশে অনেক কিছুর ঘাটতি আছে বলেও স্বীকার করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে আগস্ট মাসের শেষের দিকে ঘাটতিগুলোর পরিপূরণ করা যাবে বলে বিশ্বাস করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আগামী মাস থেকে বিদ্যুতের সমস্যা আর থাকবে না। কয়েকটা দিন সহ্য করবেন। উসকানিমূলক বক্তব্য জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ফেলে দাও, ভেঙে দাও—এসব কথাবার্তা স্বাধীন দেশে বানায় না। সবাই মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এ সময় শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান উপস্থিত ছিলেন।